পাবিপ্রবিতে সহকারী প্রক্টরের দায়িত্ব পেলেন ছয় শিক্ষক

পাবিপ্রবিতে সহকারী প্রক্টরের দায়িত্ব পেলেন ছয় শিক্ষক

পাবিপ্রবিতে সহকারী প্রক্টরের দায়িত্ব পেলেন ছয় শিক্ষক

পাবিপ্রবি প্রতিনিধিঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি ) ছয় শিক্ষককে সহকারী প্রক্টর পদে নিয়োগ দেওয়া হয়েছে। রবিবার (২৮ আগস্ট ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ প্রাপ্তরা হলেন, বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. লোকমান আলী, ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক খোন্দকার আরিফুজ্জামান, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মাসুদ রানা,অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ইয়াহিয়া বেপারী, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক এ.এইচ.এম ইফতেখার উল ফেরদৌস এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের প্রভাষক তাসনিম তাবাসসুম।

আগামী ১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) হতে কার্যকর  হয়ে আগামী দুই বছরের জন্য সহকারী প্রক্টর হিসেবে তারা দায়িত্ব পালন করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এছাড়া এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা পাবেন তারা।