ইরানে নিরাপত্তা বাহিনীর গুলি : নিহতের সংখ্যা বেড়ে ৫০

ইরানে নিরাপত্তা বাহিনীর গুলি : নিহতের সংখ্যা বেড়ে ৫০

ইরানে নিরাপত্তা বাহিনীর গুলি : নিহতের সংখ্যা বেড়ে ৫০

ইরানে মাশা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। দেশটির নৈতিক পুলিশের নিরাপত্তা হেফাজতে থাকাকালে আমিনির মৃত্যু ঘটে। শুক্রবার একটি বেসরকারি সংস্থা (এনজিও) এ তথ্য জানিয়েছে।খবর এএফপি’র।

অসলোভিত্তিক ইরান মানবাধিকার (আইএইচআর) এনজিও জানায়, বৃহস্পতিবার রাতে দেশটির উত্তরাঞ্চলীয় গিলান প্রদেশের রেজভান শাহের শহরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ছয়জন নিহত হওয়ায় নিহতের এ সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়ায়।

সংস্থাটি জানায়, এক সপ্তাহ আগে বিক্ষোভ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানের প্রায় ৮০টি নগর ও শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

আইএইচআর পরিচালক মাহমুদ আমিরি মোগাদ্দাম এএফপি’কে বলেন, ইরানে বিক্ষোভ চলাকালে ‘এ পর্যন্ত ৫০ জন নিহত হন এবং দেশটির মানুষ তাদের মৌলিক অধিকার ও মর্যাদার জন্য প্রতিবাদ অব্যাহত রেখেছে।’

তিনি আরো বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় ইরানের উৎপীড়নমূলক সরকারের বিরুদ্ধে নায্য দাবি আদায়ের ক্ষেত্রে অবশ্যই দেশটির জনগণের পাশে রয়েছে।’তবে এ সংঘর্ষে সরকারিভাবে ১৭ জনের মৃত্যু কথা জানানো হয়। এদের মধ্যে নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য রয়েছেন।