হত্যা মামলায় গ্রেপ্তার বাবা-ছেলে

হত্যা মামলায় গ্রেপ্তার বাবা-ছেলে

প্রতীকী ছবি

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় শারফুল ইসলাম (৪২) হত্যা মামলায় বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। রোববার (২ অক্টোবর) রাতে ময়মনসিংহ নগরী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার পাগলা থানার মৃত ইউসুফ আলীর ছেলে মো. মিজানুর রহমান (৫২) ও তার ছেলে মো. অমিত (২৬)।

সোমবার (৩ অক্টোবর) রাতে এ তথ্য জানিয়েছে র‍্যাব-১৪।  

র‍্যাব জানায়, স্থানীয় ইউসুফ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি নিয়ে শারফুল ইসলামের বিরোধ হয় অমিত ও মিজানুর রহমানদের সঙ্গে। এর জেরে গত ১৮ জুলাই প্রতিপক্ষ মিজানুর রহমান ও অমিতসহ তাদের সঙ্গীরা শারফুলদের বাড়িতে হামলা করে। এ সময় শারফুলসহ কয়েকজন আহত হন। পরে শারফুলকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর গত ৬ আগস্ট মারা যান তিনি।

এ বিষয়ে র‍্যাব-১৪ অধিনায়ক আখের মুহম্মদ জয় বলেন, এ ঘটনায় নিহতের ভাই মো. মাহাবুল ইসলাম বাদী হয়ে পাগলা থানায় আটজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পরে এ মামলায় আদালত আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারি করলে র‍্যাব-১৪ অভিযান চালিয়ে বাবা-ছেলেকে গ্রেপ্তার করে।