কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে শীর্ষ মাদক ব্যবসায়ী হাবু গ্রেফতার
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে শীর্ষ মাদক ব্যবসায়ী হাবু গ্রেফতার
ভারত ও বাংলাদেশ সীমান্তের শীর্ষ মাদক ব্যবসায়ী ও দূর্ধর্ষ সন্ত্রাসী ৩ মামলা যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত পলাতক আসামী হাবু (৪৫) কে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ। আজ রোববার দুপুর সাড়ে ১২টায় দৌলতপুর থানায় প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান দৌলতপুর থানার ওসি মো. মজিবুর রহমান।
দৌলতপুর থানার ওসি মো. মজিবুর রহমান জানান, দৌলতপুর সীমান্তের শীর্ষ ও দূর্ধর্ষ সন্ত্রাসী এবং পেশাদার মাদক ব্যবসায়ী ৩টি মাদক মামলার যাবজ্জীবন সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামীসহ ২২টি মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী হাবুকে গ্রেফতার করা হয়েছে।
গত শনিবার সন্ধ্যায় দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন পাকুড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে সীমান্ত সংলগ্ন পাকুড়িয়া ভাঙ্গাপাড়া গ্রামের হানিফ মন্ডলের ছেলে। তিনি আরো জানান, ভারতে পলাতক থেকে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হাবু সন্ত্রাসী কর্মকান্ড ও মাদক ব্যবসা পরিচালনা করতো। কয়েকদিন আগে বাংলাদেশে এসে সীমান্ত সংলগ্ন পাকুড়িয়া নিজ গ্রামে অবস্থান করছে এমন সংবাদ পেয়ে দৌলতপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।