৩ টন নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের পোনা ধ্বংস

৩ টন নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের পোনা ধ্বংস

ছবি- নিউজজোন বিডি

যশোর প্রতিনিধি: যশোর শহরের চাঁচড়া থেকে সরকারী ভাবে নিষিদ্ধ ২ ট্রাক অবৈধ আফ্রিকান মাগুর মাছের পোনা জব্দ ও ব্যবসায়ীদের জরিমানা করেছে র‌্যাব-৬ ও ভ্রাম্যমান আদালত।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার এম নাজিউর রহমান জানান,আজ রাতে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, ২ টি ট্রাক ভর্তি সরকার ভাবে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের পোনা বাজারজাত করার উদ্দেশ্যে শহরের  চাঁচড়া  এলাকায় অবস্থান করছে। পরে র‌্যাব ও ভ্রাম্যমান আদালত যৌথভাবে সেখানে অভিযান চালায়।

অভিযানে আফ্রিকান মাগুর মাছের পোনা জব্দ করে এবং পোনার মালিক ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার  রিপন হোসেন ও যশোর শহরের চাঁচড়ার জয়নাল আবেদিনকে ৫,০০০ টাকা করে মোট দশ হাজার টাকা জরিমানা করে। তিনি আরও জানান,জব্দকৃত মাগুর মাছের পরিমাণ প্রায় ৩ টন ,এর আনুমানিক মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা।

জব্দকৃত পোনা গুলি  ধ্বংস করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাশ ও সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা।