টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ : একাদশে সৌম্য

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ : একাদশে সৌম্য

সংগৃহীত

ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ। অধিনায়ক সাকিব আল হাসান টস জিতে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টিম সাউদিকে।

একাদশে দুটি পরিবর্তন বাংলাদেশের। বাদ পড়েছেন মেহেদী মিরাজ, হাসান মাহমুদ ও বিশ্রামে তাসকিন আহমেদ। একাদশে এসেছেন সৌম্য সরকার, ইবাদত হোসাইন ও সাইফুদ্দীন।

সিরিজে বাংলাদেশ এখনো কোন জয়ের মুখ দেখেনি। দুটো ম্যাচ খেলে হেরেছে দুটি ম্যাচেই। প্রথম জয়ের সন্ধ্যানে সিরিজে দ্বিতীয়বারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে গত রোববারও ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষ মাঠে নেমেছিল টাইগাররা। যে ম্যাচে শোচনীয়ভাবে ৮ উইকেটের বড় ব্যাবধানে হেরে যায় বাংলাদেশ।


বাংলাদেশ একাদশ : সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ ধ্রুব, ইয়াসির রাব্বি, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, ইবাদত হোসাইন, শরিফুল ইসলাম, নাজমুল হাসান শান্ত, সাইফুদ্দীন।

নিউজিল্যান্ড একাদশ : ফিন এলেন, ডেভন কনওয়ে, মার্টিন গাপটিল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল ব্রেসওয়েল, জেমস নিশাম, এডাম মিলনে, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, ইশ সোদি।