বাজে বোলিংএ বাংলাদেশের হার

বাজে বোলিংএ বাংলাদেশের হার

ছবি: সংগৃহীত

বাংলাওয়াশ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে লিটন কুমার দাস ও অধিনায় সাকিব আল হাসানের জোড়া ফিফটিতে ১৭৩ রানের বড় পুজি পায় বাংলাদেশ। কিন্তু বাজে বোলিং ও ফিল্ডিং এর জন্য ৭ উইকেটে হারতে হয়ে বাংলাদেশ কে।  সাইফুদ্দীন ৪ ওভারে ৫৩ রান দিয়ে দলকে হারের দার প্রন্তে নিয়ে যান একলাই।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১৭৩/৬ (শান্ত ১২, সৌম্য ৪, লিটন ৬৯, সাকিব ৬৮, আফিফ ১১, ইয়াসির ১, নুরুল ২*, সাইফ ১*; নাসিম ৪-০-২৭-২, হাসনাইন ৪-০-৩৮-০, ওয়াসিম ৪-০-৩৩-২, শাদাব ৪-০-৩১-০, নাওয়াজ ৩-০-৩৭-১, ইফতিখার ১-০-৭-০)

পাকিস্তান: ১৯.৫ ওভারে ১৭৭/৩ (রিজওয়ান ৬৯, বাবর ৫৫, হায়দার ০, নাওয়াজ ৪৫*, আসিফ ২*; হাসান ৪-০-২৭-২, তাসকিন ৪-০-৩২-০, শরিফুল ৪-০-৩০-০, সাইফ ৩.৫-০-৫৩-০, সাকিব ৩-০-২৮-০, সৌম্য ১-০-৬-১)