বাংলাদেশকে সমীহ করছেন ভারতীয় অধিনায়ক

বাংলাদেশকে সমীহ করছেন ভারতীয় অধিনায়ক

ছবি: সংগৃহীত

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশে বসবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশের নারী ক্রিকেটারদের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেলতে এসেছে ভারত। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি শুরু হচ্ছে রবিবার থেকে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকাল চারটায় শুরু হবে ম্যাচটি।

সিরিজ শুরুর আগে আজ সিলেটের সুরমা নদীর তীরে ঐতিহাসিক আলী আমজাদ ঘড়ির সামনে উন্মোচিত হলো সিরিজের ট্রফি। এ সময় উপস্থিত ছিলেন দুই দেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও হারমানপ্রীত কৌর। ট্রফি উন্মোচন শেষে দুই দলের অধিনায়ক গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

এ সময় ভারতের অধিনায়ক হারমানপ্রীত অতীতে যা হয়েছে তা ভুলে নিজেদের সেরা খেলাটা দেওয়ার কথা জানিয়ে বলেন, 'এগুলো অতীতের খাতায় চলে গেছে। এখন নতুন ভেন্যু, নতুন সিরিজ। আমরা এটার জন্য প্রস্তুত হচ্ছি, আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। আশা করছি এই সিরিজে আমাদের শতভাগ দিতে পারব। গত ৩ দিন নিজেদের যতটা প্রস্তুত করা সম্ভব করেছি। মাঠে বাড়তি সময় দিয়েছি। যেভাবে প্রস্তুতি নিয়েছি, আমরা খুব খুশি। আমরা ইতিবাচক থাকছি।'

গতবছর বাংলাদেশ তাদের নিয়েছিলো কঠিন পরীক্ষা। এবার তাই ভারতীয় অধিনায়কের বাড়তি সতর্কতা। তিনি বলেন, 'আমরা ভালো মানের ক্রিকেট আশা করছি। আমরা যেখানেই যাই ভালো খেলার চেষ্টা করি। এবারো ব্যতিক্রম নয়। এটা আমাদের জন্য দারুণ সুযোগ। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের কন্ডিশনে মানিয়ে নেওয়ার সেরা সুযোগ। বাংলাদেশ খুব ভালো দল, দ্রুতই তারা উন্নতি করছে। আমি জানি তারা শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে। আমরাও এটার জন্য প্রস্তুত।'

'আমরা শুধু ভালো ক্রিকেট খেলতে চাই। আমাদের দল ভারসাম্যপূর্ণ। দলে মানসম্পন্ন স্পিনার আছে। ফিল্ডিংয়ের দিক থেকেও আমরা অনেক উন্নতি করেছি। গত কয়েকদিন দেখেছি মেয়েরা ফিল্ডিংয়ে নিজেদের নিংড়ে দিচ্ছে। ফিল্ডিংয়ের দিক থেকে আমি বেশ আত্মবিশ্বাসী। দলের সবাই মেধাবী। আমরা মাঠে সেরাটাই দিব।'