বঙ্গোপসাগরে জাহাজ ডুবিতে ২ লাশ উদ্ধার, নিখোঁজ ৪

বঙ্গোপসাগরে জাহাজ ডুবিতে ২ লাশ উদ্ধার, নিখোঁজ ৪

প্রতীকী ছবি

বঙ্গোপসাগরে দুই জাহাজের সংঘর্ষে দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। এতে নিখোঁজ রয়েছেন আরো চারজন। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে কোস্টগার্ড।বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাতে কাঠতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময়ে একটি জাহাজ আরেকটি জাহাজের মাঝ বরাবর ধাক্কা দেয়। এতে জাহাজ থাকা নয়জন পানি পড়ে যায়। তাৎক্ষণিকভাবে তিনজনকে উদ্ধার করা হয়।

শুক্রবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।

কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম জানান, দুটোই কার্গো জাহাজ ছিল। উদ্ধার হওয়া লাশের বিস্তারিত পরিচয় পরে জানানো হবে।

এদিকে কর্ণফুলী নদীতে ফিশিং জাহাজডুবির ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ সাতজনের মধ্যে ক্যাপ্টেনসহ পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। ফলে এখনো নিখোঁজ রয়েছে আরো দু’জন। অন্যদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন।

পাঁচজনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ পরিদর্শক মোহাম্মদ একরাম উল্লাহ।

সদরঘাট নৌ-থানা পুলিশ পরিদর্শক মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, র‌্যাংকন ফিশিং লিমিটেডের মালিকানাধীন এফভি মাগফেরাত জাহাজটি মেরামত করার জন্য ইছানগর সি রিসোর্স ডকইয়ার্ডে তোলার সময় জাহাজের প্রোপেলার (পাখা) খুলে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে নদীর ২ নম্বর বয়ার সাথে ধাক্কা লেগে জাহাজটি ডুবে যায়।