যুক্তরাষ্ট্রে কলম্বিয়ার মাদক সম্রাটের ৩৫ বছর কারাদন্ড

যুক্তরাষ্ট্রে কলম্বিয়ার মাদক সম্রাটের ৩৫ বছর কারাদন্ড

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে কলম্বিয়ার এক কুখ্যাত মাদক সম্রাটকে ৩৫ বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। তার ডাকনাম ডন মারিও। সোমবার কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

গত বছর ডন মারিও অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার এবং ক্লান ডেল গালফো (গালফ ক্লান) নামের একটি সন্ত্রাসী গ্রুপকে সহযোগিতা করার কথা নিউইয়র্কের একটি আদালতে স্বীকার করে। ডন মারিও প্রকৃত নাম ড্যানিয়েল রেনডন হেরারা।
নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিকের প্রসিকিউটর ব্রিওন পিস বলেন, এ কারাদন্ডের লক্ষ্য ‘কলম্বিয়ার এক সময়ের মাদক স¤্রাট’ রেনডন হেরারার অপরাধ জীবনের অবসান।

রেনডন হেরারা এইউসি হিসেবে পরিচিত ইউনাইটেড সেলফ-ডিফেন্স ফোর্সেস অব কলম্বিয়ার একজন নেতা ছিলেন। ২০০১ সালে যুক্তরাষ্ট্র সরকার এইউসি’কে একটি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করে।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, নির্মমভাবে হত্যা, অপহরণ কার্যক্রম চালানো এবং প্রতিদ্বন্দ্বী মাদক পাচারকারী ও বেসামরিক নাগরিকদের নির্যাতন করা একটি সন্ত্রাসী সংগঠনকে বিভিন্ন সরঞ্জামাদি দিয়ে সহযোগিতা প্রদানের কথা সে আদালতে স্বীকার করে।

রেনডন তার বিলিয়ন ডলারের কোকেন সা¤্রাজ্যের অংশ হিসেবে ৮০ টনেরও বেশি কোকেন পাচার করার কথাও স্বীকার করে।