চীন ফিরত বাংলাদেশীরা থাকবে হজ ক্যাম্পে

চীন ফিরত বাংলাদেশীরা থাকবে হজ ক্যাম্পে

ফাইল ছবি

চীন থেকে ফিরে আসা বাংলাদেশী নাগরিকদের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে আশকোনা হজ ক্যাম্পে ‘বিচ্ছিন্ন’ করে (কোয়ারেন্টাইন) রাখা হচ্ছে। চীনের হোবেই প্রদেশের উহান থেকে আগত ৩৬১ জন নাগরিক সেখানে এতোদিন নিজ নিজ বাসস্থানে বন্দী অবস্থায় ছিলেন। তাদের আনা হচ্ছে বিশেষ ব্যবস্থাপনায়। বাংলাদেশী নাগরিকেরা আশকোনা হজ ক্যাম্পে অবস্থানকালীন তাদের খাবার, স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসহ দৈনন্দিন সকল প্রয়োজনীয় সামগ্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সরবরাহ করা হবে। তাদের নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশের বিশেষ দল সার্বক্ষণিক নিয়োজিত থাকবে।

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সারা বিশ্বে স্বাস্থ্যে জরুরী অবস্থা জারি করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, অনেক নিম্ন ও মধ্য আয়ের দেশে করোনা ভাইরাসে আক্রান্তদের শনাক্ত করা এবং আক্রান্ত ব্যক্তিকে দেখভাল করা ও পরীক্ষা-নিরীক্ষার সরঞ্জামের অভাব রয়েছে। ফলে এসব দেশে করোনা ভাইরাসটি অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে পড়তে পারে এবং কিছু সময়ের জন্য বিষয়টি নজরে নাও পড়তে পারে। ইতোমধ্যে চীনের ১০ হাজারের বেশি মানুষ নতুন ধরনের এই ভাইরাসে (২০১৯এনসিওভি) আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ২১৩ জনের বেশি।