ভোলায় ৭৪৬টি আশ্রয় কেন্দ্র : আশ্রয় নিয়েছে ৩৫ হাজার লোক

ভোলায় ৭৪৬টি আশ্রয় কেন্দ্র : আশ্রয় নিয়েছে ৩৫ হাজার লোক

সংগৃহীত

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ মোকাবেলায় জেলায় প্রস্তুত রাখা হয়েছে ৭৪৬ টি আশ্রয় কেন্দ্র। আজ সন্ধ্যা ৬টায় পর্যন্ত প্রায় ৩৫হাজার লোককে আশ্রয় কেন্দ্রে আনা হয়েছে।

সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সভাপতি জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী বাসসকে জানান- প্রায় ২ লাখ মানুষ ঝুঁকিপূর্ণ এলাকায় রয়েছে। আজ সন্ধ্যা ৬টায় পর্যন্ত প্রায় ৩৫ হাজার লোককে আশ্রয় কেন্দ্রে আনা হয়েছে। বাকিদের আনা হচ্ছে। 
তিনি জানান, ঘুর্ণিঝড় মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। মাঠে রয়েছেন ১৩ হাজার ৬০০ জন স্বেচ্ছাসেবক। জেলার ৭০টি ইউনিয়নে ও ৭ উপজেলায় গঠন করা হয়েছে একটি করে মেডিকেল টিম। ৭ উপজেলায় খোলা হয়েছে ৮টি কন্ট্রোল রুম। একইসঙ্গে ১হাজার ৩০৬টি শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুত রাখতে নির্দেশনা দেয়া হয়েছে। 
সব সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারিদের কর্মস্থলে থাকতে নির্দেশ দেয়া হয়েছে। দুর্যোগকালিন সময়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান নেয়া মানুষদের জন্য শুকনো খাবারের প্যাকেট প্রস্তুত করা হচ্ছে।

সূত্র: বাসস