যুদ্ধের মাঝেই রাশিয়া সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

যুদ্ধের মাঝেই রাশিয়া সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

সংগৃহীত

দীর্ঘ আট মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ লিপ্ত ইউক্রেন ও রাশিয়া। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। 

সম্প্রতি নতুন করে ইউক্রেনে সংঘাতের তীব্রতা বেড়েছে। পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে রাশিয়ার পক্ষ থেকে হামলা বাড়ানো হয়েছে। এতে বিশ্বব্যাপী উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়েছে। এরই মাঝে রাশিয়া সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। আগামী মাসেই তিনি মস্কো সফরে যাবেন এবং সেখানে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করবেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বৃহস্পতিবার মস্কোতে একটি সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান।

তিনি বলেন, ল্যাভরভ আগামী মাসে জয়শংকরের সঙ্গে বৈঠক করবেন এবং ‘দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান অবস্থা ও আন্তর্জাতিক এজেন্ডা’ নিয়ে আলোচনা করবেন। তবে জাখারোভা এর থেকে বেশি বিস্তারিত তথ্য জানাননি।

এদিকে, ভারতের পক্ষ থেকে এখনও এই বৈঠক নিয়ে সরকারিভাবে কোনও ঘোষণা দেওয়া হয়নি। তবে বিষয়চির সঙ্গে অবগত কর্মকর্তারা মনে করছেন, খুব সংক্ষিপ্ত একটি সফরে মস্কো যেতে পারেন জয়শংকর। সেখানে সের্গেই ল্যাভরভের পাশাপাশি রাশিয়ার আরও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে পারেন জয়শংকর। 

সূত্র: জিনিউজএএনআই,  হিন্দুস্তান টাইমস