সাতক্ষীরা ও যশোর থেকে আট লক্ষাধিক জামান বিড়ি জব্দ করেছে র‌্যাব

সাতক্ষীরা ও যশোর থেকে আট লক্ষাধিক জামান বিড়ি জব্দ করেছে র‌্যাব

ছবি: প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়া ও যশোরের শার্শায় অভিযান চালিয়ে আট লক্ষাধিক নকল ব্যান্ডরোল যুক্ত জামান বিড়ি জব্দ করেছে র‌্যাব-৬। রবিবার অবৈধ কমদামী বিড়ির বিরুদ্ধে এ অভিযান চালায় র‌্যাব-৬ এর সদস্যরা।

র‌্যাব-৬ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকালে র‌্যাব-৬ এর যশোর ক্যাম্পের একটি টিম সাতক্ষীরা জেলার কলারোয়া বাজার, শিমুল স্টোর ও ডিলার জাকির হোসেনের গোডাউনে অভিযান চালায়। পরে যশোর জেলার শার্শা উপজেলার শ্যামলাগাছী গ্রামে অভিযান চালায় র‌্যাব। অভিযানকালে সর্বমোট আট লাখ সাইত্রিশ হাজার (৮,৩৭,০০০) শলাকা নকল ব্যান্ডরোল যুক্ত জামান বিড়ি জব্দ করা হয়েছে।    

সরকারের মোটা অংকের রাজস্ব ফাঁকি দিয়ে নকল ব্যান্ডরোল লাগিয়ে জামান বিড়ি বাজারজাত করায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে স্থানীয় সচেতন মহল। প্রশাসনের কাছে অপরাধীদের শাস্তি দাবি করেন তারা।