তিন মাস পর ভারত থেকে দেশে ফিরছেন ৪০ জেলে

তিন মাস পর ভারত থেকে দেশে ফিরছেন ৪০ জেলে

প্রতীকী ছবি

তিন মাসেরও বেশি সময় ধরে আটাকে থাকার পর দেশে ফিরছেন ৪০ বাংলাদেশী জেলে। ভারতের পশ্চিমবঙ্গে তারা আটক ছিলেন। এখনো সেখানে ৪৯ জন জেলে আটক রয়েছেন।

মঙ্গলবার দুপুরে ৪০ জন জেলেকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে গত ১৮ আগস্ট বঙ্গোপসগারে ইলিশ ধরতে গিয়ে সামুদ্রিক ঝড়ের কবলে পড়েন বাংলাদেশী জেলেরা। সমুদ্রে ভেসে যাওয়া এসব জেলেদের উদ্ধার করে ভারতীয় জেলে ও কোস্টাল পুলিশ। তারা ৯০ জন জেলেকে উদ্ধার করে। এদের মধ্যে একজনের পশ্চিমবঙ্গের ডায়মন্ডহারবার হাসপাতালে মৃত্যু হয় ।

আটকদের মধ্যে ৪০ জনের নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পর বাংলাদেশের কলকাতা ডেপুটি হাইকমিশনের পক্ষ থেকে তাদের দেশে ফেরানোর উদ্যোগ নেয়া হয়। ৪০ জনের মধ্যে কাকদ্বীপের বুদ্ধপুর ফ্লাডসেন্টারে নিরাপত্তা হেফাজতে বন্দি ছিলেন ২৩ জন। বাকি ১৭ জন ছিলেন মইপিঠ এলাকায়।

তবে এখনো পশ্চিমবঙ্গ প্রশাসনের হেফাজতে রয়েছেন ৪৯ জন।

এর আগে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে গত (২৪ অক্টোবর) সন্ধ্যায় ইঞ্জিন বিকল হয়ে ভারতীয় জলসীমায় চলে যায় বাংলাদেশের একটি মাছ ধরা ট্রলার। একপর্যায়ে সেটি ডুবে গেলে সমুদ্রে ভাসতে থাকেন ওই ট্রলারে থাকা ২৩ জেলে। পরে ভারতের কোস্টগার্ড তাদের উদ্ধার করে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে বাংলাদেশি ওই জেলেদের মোংলা কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়।

সুত্র: নয়াদিগান্ত