টোঙ্গায় শক্তিশালী ভূমিকম্প, সুনামির সতর্কতা

টোঙ্গায় শক্তিশালী ভূমিকম্প, সুনামির সতর্কতা

সংগৃহীত

দ্বীপরাষ্ট্র টোঙ্গায় আবারও সাত দশমিক তিন মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এরই মধ্যে দেশটির সরকার সেখানের নাগরিকদের সরে যাওয়া নির্দেশ দিয়েছে।

শুক্রবার দেশটির রাজধানী থেকে ২১১ কিলোমিটার দূরে সাগরে ভূমিকম্পটি আঘাত হানে। সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের তথ্য অনুযায়ী, কেন্দ্র থেকে ভূমিকম্পের গভীরতা ২৪ দশমিক ৮ কিলোমিটার ছিল।

টোঙ্গার সরকার এক বিবৃতিতে জানায়, টোঙ্গার কাছে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তাই কয়েক মিনেটের মধ্যে সুনামি সৃষ্টি হতে পারে। ফলে দুর্ঘটনা এড়াতে সবাইকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।

সূত্র : এবিসি নিউজ