যুব বিশ্বকাপে সেমিফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান

যুব বিশ্বকাপে সেমিফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান

ছবি:সংগৃহীত

এমনিতে ভারতের সামনে ফাইনালে ওঠার চ্যালেঞ্জ। সেখানে আবার প্রতিপক্ষের নাম পাকিস্তান। বলা হয়, ভারত-পাকিস্তান যদি লুডো ম্যাচেও মুখোমুখি হয়, তার উত্তেজনা আলাদা। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার পোচেস্ট্রুমে এশিয়ার দুই শক্তির মোকাবিলা অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ওঠার জন্য।

চলতি টুর্নামেন্টে চুলচেরা বিশ্লেষণে দুই দেশ বেশ কাছাকাছি রয়েছে। ভারত যেখানে তাদের সর্বোচ্চ রান ২৯৭ তুলেছে, পাকিস্তানের স্কোর সেখানে ২৯৪। ভারতীয় বোলাররা এখনও পর্যন্ত টুর্নামেন্টে মোট উইকেট নিয়েছে ৪০টি। পাকিস্তানের বোলারদের ঝুলিতে উইকেট এসেছে, একটি কম অর্থাৎ ৩৯।

আবার অতীত রেকর্ডের দিকে তাকালে ভারত-পাকিস্তান, দু’দলেরই খুশি হওয়ার কারণ রয়েছে। যুব বিশ্বকাপে ২০১০ সালের পর কখনো ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। তবে অনূর্ধ্ব ১৯ ক্রিকেটে ভারত-পাকিস্তান শেষ বার বাইশ গজের লড়াইয়ে নেমেছিল গত বছর নভেম্বরে। ঢাকায় এশিয়া কাপের সেই ম্যাচে জিতেছিল পাকিস্তান। তবে সেই ভারতীয় টিমের অনেকেই এখনকার টিমে নেই। শেষ যুব বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছিল ভারত।

অবশ্য এই পাকিস্তান খুব পিছিয়ে থাকবে না। ভারতের যশস্বী থাকলে ব্যাটিংয়ে তাদের বড় ভরসা হায়দার আলি। যাকে ইয়ান বিশপের মতো নামী ক্যাপ্টেন চিহ্নিত করেছেন ‘ভবিষ্যতের বাবর আজম’ নামে। পাকিস্তানের ক্যাপ্টেন রোহেল নাজির যদিও ভারতকে বেশ সমীহই করছেন। তবে পাকিস্তানের চমক হতে পারেন বাঁহাতি পেসার তাহির হুসেন। নাসিম শাহের বদলে তাকে টিমে নেয়া হয়েছে। ভারতীয় টিমের কাছে তাই তাহির অজানা।

ফাইনালে ওঠার লড়াইয়ে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৩০ ওভারে ৩ উইকেটে ১১৮ রান।