সুনামগঞ্জে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

সুনামগঞ্জে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

সংগৃহীত

বাস টার্মিনাল সংস্কার ও পুলিশি হয়রানির প্রতিবাদে সুনামগঞ্জে আবারো পরিবহন ধর্মঘটের ঘোষণা পরিবহন শ্রমিক ইউনিয়নের। বৃহস্পতিবার রাত থেকে সকল ধরনের বাস চলাচল বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা করেছে সুনামগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়ন। এর তীব্র ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

শুক্রবার (২৫ নভেম্বর) সকালে বাস স্টেশন এলাকায় গিয়ে দেখা যায়, সকাল ৬টা থেকে সব ধরনের পরিবহন বন্ধ রেখে কর্মবিরতি করছেন শ্রমিকরা। এসময় সুনামগঞ্জ থেকে দূর পাল্লারবাসসহ সিলেটে ছেড়ে যায়নি কোনো পরিবহন। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সকালে দেখা যায় বাসের অপেক্ষায় যাত্রীদের ভিড়। কোনো বাস না পেয়ে ক্ষোভ জানান যাত্রীরা।

অপরদিকে পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে দূরপাল্লার বাসসহ সব পরিবহন বন্ধ করে কর্মবিরতির কারণে বন্ধ রয়েছে সকল টিকিট কাউন্টারও। যাত্রী নিতে কোনো বাস শহরে ঢোকেনি। এ কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) অবৈধ পার্কিংয়ের কারণে সৃষ্ট যানজট থেকে সড়ক মুক্ত রাখতে এবং বাসের বৈধ কাগজপত্র না দেখাতে পারায় অবৈধ পার্কিং এবং বৈধ কাগজ না থাকায় শ্যামলী, মামুন, সাকিল পরিবহনের তিনটি বাস জব্দ করে পুলিশ। তারই প্রতিবাদে পরিবহন ধর্মঘটের ঘোষণা দেন শ্রমিকরা।

সুনামগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ বলেন, ‘সড়কের দু’পাশে অবৈধভাবে বাস রাখায় সাধারণ মানুষের ভোগান্তি, যানজট হচ্ছে। জেলার আইনশৃঙ্খলা কমিটির প্রতিটি সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। অনেকেই এ নিয়ে অভিযোগ করেন। এ অবস্থায় ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য তিনটি বাস পুলিশ লাইনস-এ এনে রাখা হয়েছে। এ কারণে কর্মবিরতি ডেকে জনগণকে ভোগান্তিতে ফেলা যুক্তিযুক্ত হবে না। জনগণের ভোগান্তি যাতে না হয়, এ জন্য বিষয়টি সমাধানের জন্য আমরা চেষ্টা করছি।’