১৫২ প্রভাষক-কর্মচারীর এমপিও ভুক্তির অনলাইন আবেদনের সুযোগ প্রদানে নির্দেশ হাইকোর্টের

১৫২ প্রভাষক-কর্মচারীর এমপিও ভুক্তির অনলাইন আবেদনের সুযোগ প্রদানে নির্দেশ হাইকোর্টের

১৫২ প্রভাষক-কর্মচারীর এমপিও ভুক্তির অনলাইন আবেদনের সুযোগ প্রদানে নির্দেশ হাইকোর্টের

দেশের বিভিন্ন ডিগ্রি কলেজে কর্মরত ১৫২ জন প্রভাষক-কর্মচারীর এমপিও ভুক্তির অনলাইন আবেদনের সুযোগ প্রদানে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত রিটে ইতোপূর্বে দেয়া রুলের চূড়ান্ত শুনানি নিয়ে বিচারপতি কাশেফা হোসেন এবং বিচারপতি কাজী জিনাত হক-এর সমন্বয় গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ রায় দেন।

রিটকারীদের পক্ষে এডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া আদালতের রায়ের বিষয়টি বাসসকে জানান। তিনি বলেন, এমপিও ভুক্তির আবেদনের ক্ষেত্রে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ পরিশিষ্ট খ এর (পাদটীকায়) স্নাতক (পাস) কলেজ এমপিও ভুক্তির আবেদনের জন্য নূন্যতম ২টি বিভাগ থাকতে হবে। এ শর্তের কারনে এমপিও ভুক্তির জন্য অনলাইনে আবেদন করতে না পেরে ডিগ্রী কলেজের ১৫২ জন প্রভাষক ও কর্মচারী এমপিও ভুক্তির আবেদনের সুযোগ প্রদান ও এমপিও প্রদানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারি করেন।

দেশের বিভিন্ন জেলার ডিগ্রি কলেজের ১৫২ জন প্রভাষক ও কর্মচারীর দায়ের করা রিটে জারি করা রুলের চুড়ান্ত শুনানি শেষে আজ রায় দেন আদালত। মো. নুর আলম ছিদ্দিক, মৃনাল কান্তি রায়, মোঃ হারুন অর রশিদ, মো. আহাদ আলি মন্ডল, মো. মোকলেসুর রহমান, মো. মুশফিকুর রহমান, মো. শফিকুল ইসলাম, মো. সামিউল হাসান চৌধুরী, মো. আন্দুস সালাম এবং মো. সাইদুর রহমানসহ বিভিন্ন জেলার মোট ১৫২ জন প্রভাষক-কর্মচারী রিটটি দায়ের করেন।শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল নূর উস সাদিক।

সূত্র : বাসস