কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান

কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান

কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায়ার যদুবয়রা ইউনিয়নের একাধিক অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান চলবে বলে জানান পরিবেশ অধিদপ্তর ।

সংশ্লিষ্ট ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, কোনপ্রকার বৈধ কাগজপত্র এবং নিয়মনীতির তোয়াক্কা না করে দীর্ঘদিন যাবত ইটভাটার কার্যক্রম চালানোর অপরাধে একই ইউনিয়নে ১২ টি ইট ভাটায় সন্ধ্যা পর্যন্ত  অভিযান চালানো হবে। সকাল থেকে দুপুর পর্যন্ত  বাকিব ব্রিকস ও সাগর ব্রিকস ভেঙে গুঁড়িয়ে দেয়া হয় এবং ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়ে ভাটার আগুন নেভানো সহ কাঁচা ইট ধ্বংস করেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব, খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আসিফুর রহমান। এসময় কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের উপ - পরিচালক মো. আতাউর রহমান,  সহকারি পরিচালক মোঃ হাবিবুল বাশার, পরিদর্শক নরেশ চন্দ্র বিশ্বাস সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত ছিলেন।