৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, আটক ৬

৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, আটক ৬

প্রতীকী ছবি

প্রতারণা করে গ্রাহকের ৬০ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থেকে ভুয়া এনজিও’র মালিকসহ ৬ জনকে আটক করেছে র‌্যাব।

আটককৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ি গ্রামের এনজিও’র মূলহোতা ও ম্যানেজার মো. আব্দুল্লাহ আল নোমান, একই গ্রামের মাঠকর্মী মো. জিয়াউল হক, চকপুস্তম গ্রামের মো. তৌহিদুর রহমান, নাচোল উপজেলার ফতেপুর গ্রামের মাঠকর্মী মো. জাহাঙ্গীর আলম, বাউল গ্রামের মাঠকর্মী মো. গোলাম আযম ও মীড়কাডাঙ্গা গ্রামের মো. মোশারফ হোসেন। 

বুধবার (০৭ ডিসেম্বর) রাত ৮ টার দিকে জেলার নাচোল উপজেলার  ফতেপুর ইউনিয়নের খোলসী বাজারে আঞ্চলিক উন্নয়ন সংস্থা (আউস) নামে একটি ভূয়া এনজিও থেকে তাদের আটক করা হয়। এসময় ভুয়া এক হাজার পাশবই, ১৪টি ঋণ রেজিষ্ট্রার চেক ও ১৫টি ভুয়া সীল জব্দ করা হয়। এ ব্যাপারে নাচোল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।