কিষাণের ডাবল সেঞ্চুরিতে ভারতের ৪০৯

কিষাণের ডাবল সেঞ্চুরিতে ভারতের ৪০৯

ঈশান কিষাণ

টসে জিতে ফিল্ডিং, পঞ্চম ওভারে ১৫ রান তুলতেই নেই প্রতিপক্ষের ১ উইকেট। চট্টগ্রামে এরপর যা হলো, টসের সময় তেমন কিছু হয়তো ভাবতে পারেননি লিটন দাস। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের এ উইকেটে রান মিলবে, সেটি বোঝা গিয়েছিল আগেই। সেখানেই ঈশান কিষাণ খেললেন ২১০ রানের ইনিংস। বিরাট কোহলি কাটালেন ওয়ানডে সেঞ্চুরি-খরা। ভারত তুলে ফেলল ৮ উইকেটে ৪০৯ রান।

কিষাণ এ ম্যাচে খেলছেন চোট পেয়ে ছিটকে যাওয়া অধিনায়ক রোহিতের জায়গায়। সে সুযোগটা কী দারুণভাবেই না কাজে লাগালেন তিনি। ভাগ্যের সহায়তা পেয়েছেন তিনি ও কোহলি দুজনই। সে সব কাজে লাগিয়েছেন দুর্দান্ত ভাবে।

১৭ ওভারে ১০০ রান তোলা ভারত ২০০ ছুঁয়ে ফেলে ২৬.৪ ওভারেই। পরের ১০০ রানও আসে ৯.৪ ওভারে। সে সময় শুধু ৪৫০ কেন, ৫০০-এর সম্ভাবনাও ছিল। ভারত অবশ্য শেষ ১০ ওভারে তুলতে পেরেছে ৭০ রান, এ সময়ে ৫ উইকেট হারিয়েছে তারা। শেষের এই বোলিং পারফরম্যান্স বাংলাদেশকে কতটা উজ্জীবিত করতে পারে, দেখার বিষয় সেটি।

অবশ্য ভারতকে ধবলধোলাই করতে গেলে রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে। এখন পর্যন্ত ৪০০ বা এর বেশি রান তাড়া করে ওয়ানডেতে জেতার ঘটনা আছে একটিই। ২০০৬ সালে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার ৪৩৪ রান টপকে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা।