কিষাণের রেকর্ড রানের পর কোহলির সেঞ্চুরি

কিষাণের রেকর্ড রানের পর কোহলির সেঞ্চুরি

বিরাট কোহলি

ইবাদত হোসেনের বলে সেঞ্চুরির দেখা পেলেন বিরাট কোহলি। লাগল ৮৫ বল। আন্তর্জাতিক ক্যারিয়ারে কোহলির এটি ৭২তম সেঞ্চুরি। ওয়ানডেতে এর আগে সর্বশেষ কোহলি সেঞ্চুরির দেখা পেয়েছিলেন ২০১৯ সালের আগস্টে।

শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হয় ভারত।

শুরুতেই ভারত শিবিরে ধাক্কা দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। শেখর ধাওয়ানকে তিন রানে আউট করে শুরুটা ভালো করেছিল টাইগাররা। কিন্তু কোহলি ও কিষাণের ক্যাচ মিসের কারণে শুরুর ভালোটা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। কোহলি-কিষাণের দুর্দান্ত ইনিংসে রানের পাহাড়ে উঠে গেছে ভারত।

১৩১ বলে ২১০ রানের রেকর্ড ইনিংস খেলার পর থামেন ঈশান কিষাণ। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে রূপ দিয়েছেন ডাবল সেঞ্চুরিতে। সেটিও মাত্র ১২৬ বলে। ওয়ানডে ইতিহাসে এখন এটিই দ্রুততম ডাবল সেঞ্চুরি। তাসকিনকে তুলে মারতে গিয়ে লং অনে লিটন দাসের হাতে ধরা পড়েন তিনি।

তার আউট হওয়ার কিছুক্ষণ পর সেঞ্চুরির দেখা পান বিরাট কোহলি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৪৪ রান করেছে ভারত। কোহলি ১১৩ রান, আর ওয়াশিংটন সুন্দর শূন্য রানে অপরাজিত আছেন।