কুষ্টিয়ায় বিড়ি শ্রমিকদের বর্ণাঢ্য বিজয় র‌্যালি

কুষ্টিয়ায় বিড়ি শ্রমিকদের বর্ণাঢ্য বিজয় র‌্যালি

ছবি: প্রতিনিধি

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন কুষ্টিয়া জেলা শাখা। বর্ণাঢ্য বিজয় র‌্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভার আয়োজন করে বিড়ি শ্রমিকরা।

শুক্রবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বিজয় র‌্যালিটি কুষ্টিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি কলেজ মোড়ে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। এ সময় সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজগার আলী, জেলা শ্রমিক লীগের শ্রমবিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা, বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি ও কুষ্টিয়া জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নাজিম উদ্দিন, তাইজাল আলী খান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে বিড়ি শ্রমিকদের অবদান অপরিসীম। শ্রমিকরা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। শ্রমিকসহ সব পেশার মানুষের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা মহান বিজয় দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি।