রংপুরে বিজিবির টহল গাড়িতে আগুন, কাউন্সিলর প্রার্থী আটক

রংপুরে বিজিবির টহল গাড়িতে আগুন, কাউন্সিলর প্রার্থী আটক

সংগৃহীত

রংপুর সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে ৪ নম্বর ওয়ার্ডের পরাজিত কাউন্সিলর প্রার্থীর কর্মী সমর্থকরা বিজিবি'র টহল পিকআপে হামলা ও অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ভোট গ্রহণ শেষে আমাশু কুকরুল কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পরশুরাম থানার আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর প্রার্থী হারাধনরায় হারাকে আটক করে পুলিশ।

ক্ষতিগ্রস্ত গাড়িটির চালক ওবায়দুর রহমান জানান, তার গাড়িতে বিজিবির সদস্যরা ছিল। গাড়ি নিয়ে আসা মাত্রই কয়েকজন হামলা চালায়। পিছনে থাকা অন্য গাড়ি ঘুরে যেতে পারলেও আমি যেতে পারিনি। তারা আমার গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আবু মারুফ হোসেন জানান, দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় রিকোজিশন নেওয়া বিজিবি'র একটি ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাৎক্ষণিক অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়। এ ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে।