ঘন কুয়াশায় বাস-অটোটেম্পু সংঘর্ষ, চালক নিহত

ঘন কুয়াশায় বাস-অটোটেম্পু সংঘর্ষ, চালক নিহত

ফাইল ছবি

বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুর রাজ্জাক (২৫) নামে এক সিএনজিচালিত অটোটেম্পুচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার নয়মাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রাজ্জাক বগুড়ার শেরপুর উপজেলার খন্দকারটোলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জয়নাল আবেদীন সরকার জানান, গ্যাস নেওয়ার জন্য সিএনজিচালিত অটোটেম্পু নিয়ে শেরপুর থেকে শাজাহানপুরের মাঝিড়ার দিকে যাচ্ছিলেন আব্দুর রাজ্জাক।

পথিমধ্যে নয়মাইল এলাকায় পৌঁছলে কুয়াশার কারণে ঢাকাগামী একটি অজ্ঞাতনামা যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোটেম্পুটি দুমড়েমুচড়ে যায় এবং অটোটেম্পুর চালক ঘটনাস্থলেই মারা যান। মরদেহ স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।