ঘন কুয়াশায় বন্ধ পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ

ঘন কুয়াশায় বন্ধ পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ

ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ সাময়িক বন্ধ রাখা হয়েছে। পদ্মা নদীতে কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এ কারণে নৌপথে দুর্ঘটনা এড়াতে শনিবার রাত সাড়ে ১০টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শনিবার  রাত সাড়ে ১০টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ মো. খালেদ নেওয়াজ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেশ কয়েকদিন ধরে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখতে হচ্ছে। প্রায় প্রতিদিনই চার থেকে পাঁচ ঘণ্টা বন্ধ থাকছে ফেরি চলাচল। গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের পাটুরিয়া প্রান্তিকে মোট ৫২ ঘণ্টা ফেরি সার্ভিস বন্ধ ছিল। নৌপথে ছোট বড় মিলে ১১টি ফেরি চলাচল করছে।

 নদীতে কুয়াশার প্রকোপ কমে গেলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে। ফেরি চলাচল স্বাভাবিক হলে ঘাট এলাকায় আটকে থাকা যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পার করা হবে বলেও তিনি জানান।