করোনা চিকিৎসায় ফাইজারের দ্বারস্থ বেইজিং

করোনা চিকিৎসায় ফাইজারের দ্বারস্থ বেইজিং

ফাইল ছবি

করোনা রোগীদের চিকিৎসায় ফাইজারের তৈরি প্যাক্সলোভিড ট্যাবলেট দেশে উৎপাদনের অনুমতি পেতে মার্কিন প্রতিষ্ঠানটির সঙ্গে আলোচনা শুরু করেছে চীন।

 

 চীনের ওষুধ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ন্যাশনাল মেডিকেল প্রোডাক্টস অ্যাডমিনিস্ট্রেশন (এনএমপিএ) এ আলোচনায় নেতৃত্ব দিচ্ছে।

রয়টার্সের খবর অনুসারে, গত ডিসেম্বরে ফাইজারের সঙ্গে এ বিষয়ে আলোচনা শুরু করে বেইজিং। চলতি মাসের মধ্যে ফাইজারের সঙ্গে এ নিয়ে চুক্তির আশা করছে দেশটি। চুক্তি হলে চীনের প্রতিষ্ঠানগুলো প্যাক্সলোভিড ট্যাবলেট দেশেই উৎপাদনের সুযোগ পাবে।

চীনে এখন করোনাভাইরাস সংক্রমণের প্রকোপ শুরু হয়েছে। হাসপাতালগুলো রোগীতে পূর্ণ। এ মুহূর্তে উচ্চ ঝুঁকিতে থাকা রোগীদের চিকিৎসায় প্যাক্সলোভিডের মতো ভাইরাসবিরোধী ট্যাবলেট খুবই গুরুত্বপূর্ণ। এ জন্যই ফাইজারের সঙ্গে দ্রুত এ বিষয়ে চুক্তি করতে চাইছে চীন।

গত মাসে চীন সরকার হঠাৎ করে ‘জিরো-কোভিড’ নীতি পরিত্যাগ করে। এরপর দেশজুড়ে সংক্রমণ বেড়ে যায়। চীনের হাসপাতালগুলো তীব্র চাপের মধ্যে রয়েছে।