সিইও নয়, হলে প্রেসিডেন্ট হওয়াই ভালো : সাকিব

সিইও নয়, হলে প্রেসিডেন্ট হওয়াই ভালো : সাকিব

সাকিব আল হাসান

বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএল শুরুর আগেই এ টুর্নামেন্ট সম্পর্কে তোলপাড় সৃষ্টিকারী মন্তব্য করেছিলেন সাকিব আল হাসান। রোববার রাতে আরেক ধাপ এগিয়ে খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি হওয়ার কথাই জানালেন।

বিপিএল শুরুর আগে বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের অব্যবস্থাপনা নিয়ে কড়া সমালোচনা সাকিব বলেছিলেন, তিনি বিপিএলের সিইও হলে মাত্র এক থেকে দু'মাসে টুর্নামেন্টকে পরিপূর্ণ রূপ দিতে পারবেন। তার এমন বক্তব্যের পর মুখ খুলেছিলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল। স্বাগতম জানিয়েছিলেন সাকিবকে সিইওর দায়িত্ব নিতে।

আর রোববার (৮ জানুয়ারি) রাতে রুচির আয়োজনে মিট উইথ সাকিব আল হাসান প্রোগ্রামে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে প্রশ্ন করা হয় বিসিবি থেকে তাকে সিইওর দায়িত্ব দেয়া হলে নেবেন কি না। এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘হলে তো প্রেসিডেন্ট হওয়াই ভালো (হাসি)।’

এর আগে গেল শুক্রবার সংবাদ সম্মেলনে সোহেল জানান, ‘প্রথমেই সাকিবকে স্বাগত জানাই, ওকে ধন্যবাদ। ওর দৃষ্টি থেকে ও বলেছে এবং আগ্রহ প্রকাশ করেছে। আমরা গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে তাকে আসার জন্য স্বাগত জানাই। ও যদি চায় সামনের বছর থেকেই সিইওর এর দায়িত্ব পালন করুক।’

অন্য দিকে, গত বুধবার গালফ অয়েল বাংলাদেশ লিমিটেড কোম্পানিতে ১ দিনের জন্য চিফ এক্সিকিউটিভ অফিসারের (সিইও) দায়িত্ব পান সাকিব। সেখানে সাংবাদিকদের সামনে বিপিএল নিয়ে হতাশা প্রকাশ করেন তারকা এ অলরাউন্ডার। তিনি বলেন, ‘আমাকে যদি সিইওর দায়িত্ব দেওয়া হয় আমার বেশি দিন লাগবে না। আমার ধারণা, এক থেকে দু'মাস লাগবে সবকিছু ঠিক করতে- ম্যাক্সিমাম। দুই মাসও লাগার কথা নয়। দুই মাস তো অনেক দূরের কথা বলেছি।’

সাকিব এসময় একটি হিন্দি সিনেমার প্রসঙ্গ টেনে এনে বলেন, ‘নায়ক মুভিতে দেখেছেন, এক দিনেও অনেক কিছু করা সম্ভব। যে পারে সে সবসময়ই করতে পারে।’