নিউজিল্যান্ডের সামনে এবার ভারত মিশন

নিউজিল্যান্ডের সামনে এবার ভারত মিশন

ফাইল ছবি

এক দিনের সিরিজে পাকিস্তানকে হারিয়েছে নিউজিল্যান্ড। আগামী ১৮ জানুয়ারি থেকে ভারতের বিরুদ্ধে তাদের সিরিজ শুরু হচ্ছে। তার আগে আত্মবিশ্বাসী হয়ে খেলতে আসছে কেন উইলিয়ামসনের দল। 

শুক্রবার করাচিতে নিউজিল্যান্ড জিতেছে ২ উইকেটে। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৮০ রান তোলে পাকিস্তান। জবাবে ২ উইকেট বাকি থাকতেই জেতে নিউজিল্যান্ড। 

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। শুরুতেই ফিরে যান শান মাসুদ ও বাবর। তবে প্রাথমিক ধস সামাল দেন ওপেনার ফখর জমান এবং রিজওয়ান জুটি। তৃতীয় উইকেটে ১৫৪ রানের জুটি গড়েন তারা। এরপরে পাকিস্তানের ইনিংসকে টেনে নিয়ে যান আঘা সালমান। নির্ধারিত ৫০ ওভারে ২৮০ তোলে পাকিস্তান। 

রান তাড়া করতে নেমে কিউই ওপেনার ফিন অ্যালেন ২৫ রানে ফিরে গেলেও নিউজিল্যান্ডের ইনিংস টানতে থাকেন ডেভন কনওয়ে এবং কেন উইলিয়ামসন। এরপর অবশ্য কিছুটা চাপে পড়তে হয় নিউজিল্যান্ডকে। সেখান থেকে দলকে বাঁচান গ্লেন ফিলিপস। ৪২ বলে ৬৩ রানের মারকুটে ইনিংস খেলে দলকে জিতিয়ে দেন তিনি।