তাকসিমের যুক্তরাষ্ট্রে ১৪টি বাড়ির সংবাদ ভিত্তিহীন: ঢাকা ওয়াসা

তাকসিমের যুক্তরাষ্ট্রে ১৪টি বাড়ির সংবাদ ভিত্তিহীন: ঢাকা ওয়াসা

প্রতীকী ছবি

ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ এর ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের যুক্তরাষ্ট্রে ১৪টি বাড়ি রয়েছে বলে প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন ও বানোয়াট বলে নিন্দা করেছে।

ঢাকা ওয়াসার উপ-প্রধান জনসংযোগ কর্মকর্তা মোস্তফা তারেক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ঢাকা ওয়াসা সংবাদটি প্রত্যাখ্যান করেছে। সংবাদটি উদ্দেশ্যমূলকভাবে প্রকাশ করা হয়েছে এবং এর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই।’

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এমডি তাকসিম ওই সংবাদ প্রতিবেদনে বর্ণিত কোনো বাসভবনের মালিক নন। যাইহোক, তার স্ত্রী, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে একজন সরকারি কর্মকর্তা হিসাবে কাজ করছেন, তার একটি মাত্র বাড়ি রয়েছে।’

বিবৃতিতে বলা হয়, ‘একটি স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এই মিথ্যা ও ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশ করেছে।’

ঢাকা ওয়াসা এ ধরনের মিথ্যা সংবাদ প্রকাশের নিন্দা জানিয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে তাকসিমকে শহরের পানি ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের একজন দূরদর্শী ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বর্ণনা করা হয়েছে।

এতে বলা হয়, তার দূরদর্শিতার কারণেই ঢাকা ওয়াসা দৈনিক প্রায় ২৭০ কোটি লিটার পানির চাহিদার বিপরীতে ২৭৫ কোটি লিটার পর্যন্ত পানি সরবরাহ করতে সক্ষম হয়েছে।

সূত্র: ইউএনবি