মিয়ানমার সীমান্তে গোলাগুলিতে নিহত ১, আহত ২

মিয়ানমার সীমান্তে গোলাগুলিতে নিহত ১, আহত ২

প্রতীকী ছবি

কিছুদিন বন্ধ থাকার পর বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম-তুমব্রু সীমান্ত এলাকার মিয়ানমার অংশে গোলাগুলির ঘটনায় একজন নিহত ও আরো দু‘জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া শূন্যরেখা শিবিরে আগুন ধরিয়ে দেয়ায় রোহিঙ্গারা বাংলাদেশের দিকে ছুটছে।

বুধবার (১৮ জানুয়ারি) ভোর থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এই গোলাগুলি চলে বলে স্থানীয়রা জানিয়েছেন।

নিহত ব্যক্তি বালুখালী ক্যাম্পের হামিদ উল্লাহ।

আহতরা হলেন টেকনাফের জাদিমুড়া ক্যাম্প-২৬-এর মুহিব উল্লাহ (২৫), ঘুমধুম জিরো পয়েন্টের শিশু মোহাম্মদ হোসন (১২)।

এ বিষয়ে কক্সবাজার পুলিশ সুপার মাহফুজুল ইসলাম বলেন, সীমান্তে গোলাগুলিতে হামিদ উল্লাহ নামের একজনের লাশ উখিয়ার কুতুপালং এমএসএফ হাসাপাতালে রয়েছে। সেখানে গুলিবিদ্ধ শিশুসহ আহত আরো দু‘জন চিকিৎসা নিচ্ছে। এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিচ্ছি।

বুধবার বিকেলে সরেজমিনে দেখা গেছে, শূন্যরেখা রোহিঙ্গা শিবিরে আগুন লাগায় নারী শিশুসহ ৩০ জনের মতো রোহিঙ্গা নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়ন পরিষদের আশ্রয় নেয়। পরে তাদের সেখান থেকে তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যায় স্থানীয় লোকজন।

স্থানীয়রা জানান, গোলাগুলির ঘটনায় সীমান্তে বসবাসরত অনেকে গৃহপালিত পশু গরু-ছাগলসহ অন্যত্রে সরে যান।

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আজিজ বলেন, সকাল থেকে অব্যাহত গোলাগুলির শব্দ শোনা যায়। সেখানে কী হচ্ছে বলা যাচ্ছে না। ঘটনায় স্থানীয়রা মারাত্মক আতঙ্কে রয়েছে।

এদিকে তুমব্রুতে শূন্যরেখায় স্থাপিত রোহিঙ্গা ক্যাম্পে ২০১৭ সালের পর থেকে চার হাজার ২৮০ রোহিঙ্গা বসবাস করে আসছিল।

সূত্র : ইউএনবি