রাজধানীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

রাজধানীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

প্রতীকী ছবি

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ট্রাকের ধাক্কায় বাইকে থাকা আখলাক হোসেন শোভন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত শোভন একটি প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজার ছিলেন।

শনিবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল বিজি প্রেস এলাকার বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয়। নিহত যুবক থাকতেন মিরপুর এলাকায়। তার বাড়ি মানিকগঞ্জ দৌলতপুর উপজেলায়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে শোভন-সহ আরেকজন বাইকে ছিলেন। শোভন ছিলেন পেছনে। তখন একটি ট্রাক ধাক্কা দিলে তিনি আহত হন। পরে তাকে লোকজন হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয়। ঘটনার পরই ট্রাক জব্দসহ এর চালককে আটক করা হয়েছে।