ট্রাম্পের নিরাপত্তায় হনুমান মোতায়েন

ট্রাম্পের নিরাপত্তায় হনুমান মোতায়েন

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো ভারত সফর আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে স্ত্রী মেলানিয়া। তাই ভারতজুড়ে শুরু হয়েছে ব্যাপক তোড়জোড়। নিরাপত্তা থেকে খাতিরদারি, কমতি নেই কিছুতেই। এবার জানা গেল ট্রাম্পের নিরাপত্তায় পাঁচ হনুমানকে মোতায়েন করা হচ্ছে।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ঐতিহাসিক সৌধ তাজমহল দর্শনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া আসছেন।

এদিকে, আগ্রায় ট্রাম্পের সফরকে ঘিরে কড়া নিরাপত্তা বলয় তৈরি হয়েছে। আমেরিকার নিজস্ব সিক্রেট সার্ভিসের কর্মকর্তাদের পাশাপাশি ভারতের এনএসজি এবং আধা সামরিক বাহিনীও সর্বক্ষণ নজরদারি চালাবে। কিন্তু, আগ্রাজুড়ে বানরের উত্‍পাত নিয়ে চরম উদ্বেগে রয়েছেন নিরাপত্তা কর্মকর্তারা। আর তার জন্যই পাঁচটি হনুমানকে মোতায়েন করা হয়েছে। ওই হনুমানগুলো প্রেসিডেন্টের কনভয়ের রুটজুড়ে নজরদারি চালাবে।