মেট্রোরেলের আরও এক স্টেশন চালু হচ্ছে

মেট্রোরেলের আরও এক স্টেশন চালু হচ্ছে

ফাইল ছবি

আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে মেট্রোরেলের রাজধানীর উত্তরা সেন্টার স্টেশন চালু হবে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এ তথ্য জানা যায়।

উল্লেখ্য, গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরের দিন ২৯ ডিসেম্বর থেকে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে মেট্রোরেল। এরপর থেকে মেট্রোরেল উত্তরা উত্তর (দিয়াবাড়ী) থেকে আগারগাঁও পর্যন্ত সরাসরি চলাচল করছে।

মেট্রোরেল প্রকল্প ২০১২ সালে একনেকে পাস হয়। মেট্রোরেলের মোট ব্যয় প্রায় ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। এর মধ্যে জাইকা ঋণ দিচ্ছে ১৯ হাজার ৬৭৫ কোটি ৭০ লাখ টাকা। বাকি ১৩ হাজার ৭৯৬ কোটি ২৯ লাখ টাকা সরকারি তহবিল থেকে খরচ করা হবে।