মেহেরপুরে ককটেল বিস্ফোরণ, অস্ত্রসহ আটক ৬

মেহেরপুরে ককটেল বিস্ফোরণ, অস্ত্রসহ আটক ৬

প্রতীকী ছবি

মেহেরপুর গাংনীর বামন্দীর একটি মাদ্রাসায় ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে বিএনপির ৬ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বিস্ফোরণের পরপরই অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৫টি ককটেল, দুইটি দেশীয় অস্ত্র ও লাঠিসোটা জব্দ করা হয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এসব তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা বামন্দীর একটি মাদ্রাসায় গোপন বৈঠক করছিল। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলের কাছাকাছি গেলে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় সেখান থেকে নেতাকর্মীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ৫টি ককটেল, ২টি দেশীয় অস্ত্র (রামদা) এবং লাঠিসোটা উদ্ধার করা হয়। 

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে বিএনপির ছয় নেতাকর্মীকে আটক করা হয়েছে। ককটেল বিস্ফোরণ ও ককটেল উদ্ধারের ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।