বাংলাদেশ-ফ্রান্স কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তিতে দু’দেশেই স্মারক ডাকটিকিট প্রকাশ

বাংলাদেশ-ফ্রান্স কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তিতে দু’দেশেই স্মারক ডাকটিকিট প্রকাশ

বাংলাদেশ-ফ্রান্স কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তিতে দু’দেশেই স্মারক ডাকটিকিট প্রকাশ

বাংলাদেশ এবং ফ্রান্সের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন করতে ঢাকা ও প্যারিসে স্মারক ডাকটিকিট প্রকাশ করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে জানানো হয়, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এবং বাংলাদেশে নিযুক্ত ফরাসী রাষ্ট্রদূত মেরি মাসডুপে আজ ঢাকায় এই স্মারক ডাকটিকেট প্রকাশ করেন। একই সময়ে ফ্রান্সে ফরাসী পররাষ্ট্রমন্ত্রী ক্যাথেরিন কোলোনা এবং সেদেশে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত খোন্দকার মো. তালহা একই স্মারক ডাকটিকেট প্রকাশ করেন।

১৯৭২ সালের ১৪ ফেব্রুয়ারী ফ্রান্স বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে। এই স্বীকৃতির দানের মাধ্যমে একই বছর ঢাকা ও প্যারিসের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।

সূত্র  : বাসস