রংপুরে চাকরির ৯ ভুয়া পরীক্ষার্থী আটক

প্রতীকী ছবি
রংপুরে পুলিশ কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষার সময় ৯ ভুয়া পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর ডিবি পুলিশের ওসি আব্দুর রশিদ।
ডিবি পুলিশ জানায়, বুধবার সকালে রংপুর পুলিশ লাইন্স মাঠে জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে লিখিত পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরু হলে পরীক্ষকগণ ৭টি কক্ষ থেকে ৯ জন ভুয়া পরিক্ষার্থীকে আটক করে ডিবি পুলিশের কাছে হন্তান্তর করে।
আটককৃতরা হলেন, দিনাজপুরের জলেশ্বরিতলার রতন লালের ছেলে পিন্টু লাল (২৬), রংপুরের কাউনিয়া উপজেলার ইদ্রশি আলীর ছেলে তাজুল ইসলাম (২৬), রংপুর কোতয়ালি থানা এলাকার মোস্তাকিম আলীর ছেলে মো. জাকারিয়া ওরফে রিপন (২৮), মিঠাপুকুর উপজেলার শাহ আলমের ছেলে মাহফুজার রহমান (১৯), পীরগঞ্জ উপজেলার জয়নাল আবেদিনের ছেলে জাবের আলী(২৫) মিঠাপুকুরের মেহেদি হাসানের ছেলে ফুয়াদ হাসান, ঠাকুরগাও সদরের তরণী সরকারের ছেলে পরিমল সরকার (২৮), মিঠাপুকুরের গোলাম মোস্তফার ছেলে জিসান শেখ (১৯) ও পীরগঞ্জের খাজা নাজিম উদ্দিনের ছেলে মেজবাহ হামিদুল্লাহ প্রধান শুভ (২৬)।
রংপুর ডিবি’র ওসি আব্দুর রশিদ বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাদের মেট্রোপলিটন কোতয়ালী থানায় হস্তার করা হবে।