প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ

প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ

সংগৃহীত

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশনে এখন পর্যন্ত ব্যর্থতাই সঙ্গী বাংলাদেশ নারী দলের। ৫টি বিশ্ব আসরে খেলে এখন পর্যন্ত একটি ম্যাচেও জিততে পারেনি টাইগ্রেসরা। এবারের বিশ্বকাপেও প্রথম তিন ম্যাচে সে পরিসংখ্যানে পরিবর্তন আনতে পারেননি নিগার সুলতানারা। উল্টো প্রথম দল হিসেবে বিশ্বকাপ বিদায়ের লজ্জায় পড়েছে টাইগ্রেস দল।

কেপ টাউনে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৭১ রানে হেরেছে বাংলাদেশ। বাঁচা-মরার লড়াইয়ে শুক্রবার নিউজিল্যান্ড নারী দলের মুখোমুখি হয় বাংলাদেশ। টস হেরে বোলিংয়ে নেমে শুরু থেকেই কিউই নারীদের তোপের মুখে পড়ে নিগার সুলতানার দল। মিডল ওভারে বেশকিছু উইকেট পেলেও শেষের ঝড়ে পাহাড়সম লক্ষ্যের সামনে পড়ে বাংলাদেশের নারীরা।

কেপ টাউনে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংস শেষে বাংলাদেশকে ১৯০ রানের লক্ষ্য দেয় কিউই নারীরা। জবাবে মাঠে নিগার সুলতানারা ২০ ওভার আট উইকেট হারিয়ে ১১৮ রান তুলতে সক্ষম হয়। এটিই অবশ্য কিউইদের বিপক্ষে টাইগ্রেসদের সর্বোচ্চ সংগ্রহ, এ নিয়ে দ্বিতীয়বার দলীয় সংগ্রহ পাড় হয়েছে তিন অঙ্ক।