গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলা
গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলা
গাজা উপত্যকায় বৃহস্পতিবার ভোরে ইসরাইল বিমান হামলা চালিয়েছে। বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, এর ঘণ্টা দু’য়েক আগে এ অঞ্চল থেকে ইসরাইলে রকেট হামলা চালানো হয়।
স্থানীয় সময় ভোর ৬টার কিছুক্ষণ পর উত্তরাঞ্চলীয় গাজা শহরের একটি সুনির্দিষ্ট অবস্থান থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী ওপরে উঠতে দেখা গেছে।এর কিছু পরই প্রেসে পাঠানো এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী গাজা উপত্যকায় বিমান হামলা চালানোর কথা জানায়।
এর আগে বুধবার ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরের নাবলুস শহরে ইসরাইলি অভিযানে ১১ ফিলিস্তিনী নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।অধিকৃত পশ্চিমতীরে ২০০৫ সালের পর এটি সবচেয়ে ভয়াবহ সহিংস ঘটনা।মন্ত্রণালয় আরো জানিয়েছে, বুধবারে ইসরাইলি এ অভিযানে ৮০ জনেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন।ইসরাইল এ অভিযানকে ‘সন্ত্রাসবিরোধী অভিযান’ হিসেবে বর্ণনা করেছে।
এদিকে ফিলিস্তিনের শীর্ষ কর্মকর্তা হুসেইন আল-শেখ একে গণহত্যা আখ্যা দিয়ে তার দেশের জনগণের জন্য আন্তর্জাতিক সুরক্ষার আহ্বান জানান।ইসরাইলি সেনাবাহিনী বলেছে, একটি অ্যাপার্টমেন্টে লুকিয়ে থাকা সন্দেহভাজন উগ্রবাদীদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। সেনাবাহিনীও পাল্টা হামলার শিকার হয়েছে। কিন্তু কেউ হতাহত হয়নি।
জাতিসঙ্ঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস দখলকৃত পশ্চিমতীরের পরিস্থিতিকে বিগত বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ বর্ণনা করে বলেন, উত্তেজনা আকাশ সমান। অথচ শান্তি প্রক্রিয়া স্থবির হয়ে আছে।তিনি আরো বলেন, আমাদের সহিংসতা প্রতিরোধ, উত্তেজনা কমানো এবং শান্তি ফিরিয়ে আনাতেই অগ্রাধিকার দেয়া উচিত।
স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, যারা নিহত হয়েছে, তাদের বয়স ১৬ থেকে ৭২ বছরের মধ্যে। এছাড়া আরো ৮২ জন আহত অবস্থায় হাসাপাতালে ভর্তি হয়েছেন।এদিকে ফিলিস্তিনের রেডক্রস সোসাইটি বলেছে, তাদের ডাক্তাররা টিয়ার গ্যাসে অসুস্থ হয়েছে এমন ২৫০ জন এবং বন্দুক হামলায় আহত কিছুজনকে চিকিৎসা দিয়েছে।
আরব লীগ এ অভিযানকে ‘নৃশংস অপরাধ’ হিসেবে বর্ণনা করে বলেছে, ইসরাইলের কট্টর ডানপন্থী সরকার জঘন্য এ গণহত্যার জন্য দায়ী।মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নিড প্রাইস বলেছেন, এই পর্যায়ের সহিংতার কারণে ওয়াশিংটন খুবই উদ্বিগ্ন।ইউরোপীয় ইউনিয়নসহ ফ্রান্সও এ সহিংতায় উদ্বেগ প্রকাশ করেছে।উল্লেখ্য, ১৯৬৭ সালে ছয় দিনের যুদ্ধে ইসরাইল ফিলিস্তিনি অঞ্চল দখলে নেয়।
সূত্র : বাসস