ফেব্রুয়ারিতে সড়কে ঝরলো ৫৩৬ প্রাণ

ফেব্রুয়ারিতে সড়কে ঝরলো ৫৩৬ প্রাণ

প্রতিকী ছবি

ফেব্রুয়ারি মাসে রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে সড়ক দুর্ঘটনায় ৫৩৬ জন প্রাণ হারিয়েছে। এসময় দেশের ৬৪ জেলায় ৩ হাজার ৬৩০টি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ৩ হাজার ৯০৪ জন।

স্বেচ্ছাসেবী গবেষণা সংগঠন সেভ দ্য রোডের এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী সবচেয়ে বেশি ঘটছে মোটরসাইকেল দুর্ঘটনা। শুধু ফেব্রুয়ারিতেই ১ হাজার ১১২টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১১৭ জন, আহত ১ হাজার ১৫২ জন। অপরদিকে ৮১০টি বাস দুর্ঘটনায় নিহত ১৬৫ ও আহত ৯৬১ জন। ট্রাক দুর্ঘটনার সংখ্যা ৭৮৯টি। এতে আহত হয়েছেন ৮১৫ এবং নিহত ১৪৬ জন। এছাড়াও সিএনজি-নসিমন-করিমনসহ বিভিন্ন ধরনের অবৈধ বাহনে ৯১৯টি দুর্ঘটনায় ১০৮ জন নিহত ও ৯৭৬ আহত হন। মোটরবাইক চলাচলের জন্য পর্যাপ্ত লেনের অভাব, অনিয়ন্ত্রিত গতি ও আইনের প্রতি শ্রদ্ধাশীল না হওয়া এসব দুর্ঘটনার কারণ বলে জানিয়েছে সেভ দ্য রোড।

দেশের বিভিন্ন জাতীয় টেলিভিশন, দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টালসহ স্থানীয় প্রত্যক্ষদর্শী এবং সেভ দ্য রোডের স্বেচ্ছাসেবীদের দেওয়া তথ্যানুসারে গবেষণা প্রতিবেদনটি তৈরি করা হয়েছে ।

সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসনের সক্রিয়তায় চালক, পথচারী ও যাত্রীদের মধ্যে সচেতনতা-সাবধানতা তৈরি হওয়ায় পথে মৃত্যু কমলেও বেড়েছে দুর্ঘটনা ও আহতের সংখ্যা। সড়ক দুর্ঘটনা রোধে ফিটনেসবিহীন বাহন নিষিদ্ধকরণ, ফুটপাত দখলমুক্ত করা, কমপক্ষে অষ্টম শ্রেণি উত্তীর্ণ ও জাতীয় পরিচয়পত্র ছাড়া চালক-সহযোগি নিয়োগ ও হেলপারদ্বারা পরিবহণ চালানো বন্ধে কঠোর পদক্ষেপ, ট্রান্সপোর্ট ওয়ার্কার্স রুল বাস্তবায়ন, ট্রান্সপোর্ট পুলিশ ব্যাটালিয়ন চালু ও পথ দুর্ঘটনার তদন্ত ও দ্রুত সাজা নিশ্চিতসহ বেশ কয়েকটি সুপারিশও করেছে সেভ দ্য রোড।