পাকিস্তানকে টপকে চারে বাংলাদেশ

পাকিস্তানকে টপকে চারে বাংলাদেশ

ফাইল ছবি

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে ৫০ রানের বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ। এই জয়ে সিরিজ ২-১ ব্যবধানে হেরে শেষ করল স্বাগতিক দল।

ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ কেবল হোয়াইটওয়াশ এড়ায়নি, পেয়েছে বড় একটা পুরস্কার। আইসিসি ওয়ানডে সুপার লিগে পাকিস্তানকে টপকে পয়েন্ট তালিকার চার নম্বরে উঠে এসেছে টাইগাররা।

২১ ম্যাচে ১৩ জয়ে বাংলাদেশের সংগ্রহ ১৩০ পয়েন্ট। সমান ম্যাচে সমান পয়েন্ট সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তানেরও। ব্যবধান কেবল রান রেটে।

রান রেটে এগিয়ে থাকায় টেবিলের চতুর্থস্থান বাংলাদেশের (+০.২৩৩) জন্য ছেড়ে দিতে হলো পাকিস্তানকে (+০.১০৮)। ২৪ ম্যাচে ১৫৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে জস বাটলারের ইংল্যান্ড। ২১ ম্যাচে ইংলিশদের চেয়ে পাঁচ পয়েন্ট পিছিয়ে দুইয়ে আছে গত বিশ্বকাপের রানার্সআপ নিউজিল্যান্ড। তিনে থাকা ভারতের ২১ ম্যাচে সংগ্রহ ১৩৯ পয়েন্ট।

অবশ্য লিগ টেবিলে চারে ওঠার আনন্দে সাকিব-তামিমদের গা ভাসানোর সুযোগ নেই। কারণ পাকিস্তান ও বাংলাদেশের খুব কাছেই আছে অস্ট্রেলিয়া। ১২০ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে যাওয়া অজিরা ম্যাচ খেলেছে ১৮টি। রান রেটেও অস্ট্রেলিয়া (+০.৭৮৫) অনেকটা এগিয়ে আছে। অর্থাৎ আগামী ১৭ ফেব্রুয়ারি ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতকে হারাতে পারলে বাংলাদেশকে টপকে চারে উঠে আসবে অস্ট্রেলিয়া।

টাইগারদের পেছনে ফেলার সুযোগ আছে আফগানিস্তানেরও। ১৫ ম্যাচে ১১৫ পয়েন্ট নিয়ে তালিকার সাত নম্বরে আছেন রশিদ-নবীরা। ফলে সামনের দুই ওয়ানডে জিতলে আফগানরা টপকে যাবে বাংলাদেশকে। আফগানদের পেছনে আছে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ (৮৮), দক্ষিণ আফ্রিকা (৭৮), শ্রীলঙ্কা (৭৭), আয়ারল্যান্ড (৬৮), জিম্বাবুয়ে (৪৫) ও নেদারল্যান্ডস (২৫)।

সুপার লিগের শীর্ষ সাত দল সরাসরি খেলবে এ বছর ওয়ানডে বিশ্বকাপে। যেটি অনুষ্ঠিত হবে ভারতে। ইতোমধ্যে চূড়ান্তপর্ব নিশ্চিত করেছে ওপরের সাতটি দল। তবে সরাসরি মূলপর্বের টিকিট না পেলেও শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলোর সুযোগ থাকবে বিশ্বকাপ খেলার। এক্ষেত্রে বাছাইপর্বের গণ্ডি পাড়ি দিতে হবে তাদের।