রাশিয়ার কারো সাথে যুদ্ধে যাওয়ার পরিকল্পনা নেই :পুতিন

রাশিয়ার কারো সাথে যুদ্ধে যাওয়ার পরিকল্পনা নেই :পুতিন

ছবি:সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার কারো সাথে যুদ্ধে যাওয়ার পরিকল্পনা নেই। তবে মস্কোর সাথে বিরোধে জড়িত দেশগুলোকে থামাতে কাজ করছে রাশিয়া।সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ তাসকে দেয়া এক সাক্ষাতকারে এ কথা জানায় পুতিন। গত কয়েক দিন ধরে তুরস্কের সাথে শুরু হওয়া উত্তেজনার মধ্যেই এ কথা জানায় রাশিয়া।

ইদলিবে সিরিয়ার সাথে যুদ্ধেরত তুরস্কের সাথে ক্রমেই উত্তেজনা বাড়ছিল রাশিয়ার। সিরিয়ার সরকারি বাহিনীকে সহায়তা দিয়ে আসছে রাশিয়া। যার ফলে দেশটির সাথে সংকট দেখা দেয় তুরস্কের।

এদিকে সোমবার ইদলিবে তুর্কি ড্রোন হামলায় ১৯ সিরিয়ান সেনা নিহত হয়েছে। এছাড়া রোববার দুটি সিরিয়ান যুদ্ধ বিমান ভূপাতিত করে তুরস্ক।বিমান হামলায় ৩৩ তুর্কি সেনা নিহত হওয়ার পর থেকেই ইদলিবে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ইয়েনি শাফাক।