ওয়ানডে সিরিজ খেলতে সিলেটে আয়ারল্যান্ড

ওয়ানডে সিরিজ খেলতে সিলেটে আয়ারল্যান্ড

সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে সিলেটে এসে পৌঁছেছে আয়ারল্যান্ড জাতীয় ক্রিকেট দল। রবিবার দুপুর ১২টার দিকে বিমানযোগে তারা ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে তাদেরকে টিম হোটেলে নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে আজ সকালে আয়ারল্যান্ড থেকে ঢাকায় পৌঁছায় আইরিশরা। সেখান থেকে আসে সিলেটে।

তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ১৮ মার্চ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৮ মার্চ দুপুর ২টায় শুরু হবে প্রথম ওয়ানডে ম্যাচ। একই সময়ে ২০ মার্চ হবে দ্বিতীয় ওয়ানডেও। তবে ২৩ মার্চ শেষ ম্যাচ মাঠে গড়াবে দুপুর আড়াইটা থেকে।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন, ‘তৃতীয় ওয়ানডেটা সম্ভবত রোজার মধ্যে পড়ে যাচ্ছে। এজন্য দর্শকদের কথা মাথায় রেখে এটা আড়াইটায় দেওয়া হয়েছে যাতে ইনিংস বিরতিতে ইফতার করা যায়।’

একটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে এসেছে আইরিশরা।

টি-টোয়েন্টি সিরিজ হবে চট্টগ্রামে। সেখানে তিন ম্যাচ হবে ২৭, ২৯ ও ৩১ মার্চ, শুরু হবে দুপুর দুইটা থেকে।

একমাত্র টেস্ট ম্যাচটি হবে ঢাকায় মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

এদিকে, সিলেটে একটি প্রস্তুত ম্যাচ খেলার কথা রয়েছে আইরিশদের। ১৫ মার্চ এই ম্যাচের প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি।