যাত্রীদের সুবিধায় উবারের নতুন ফিচার

যাত্রীদের সুবিধায় উবারের নতুন ফিচার

ফাইল ছবি

স্মার্ট ফোনের যুগে এখন সারা বিশ্ব যেনো হাতের মুঠোয়। কেনাকাটা থেকে ক্যাব বুকিং, এখন সবটাই হচ্ছে এক ক্লিকেই। আর এ স্মার্ট লাইফের অন্যতম চাবিকাঠি হয়ে উঠেছে উবার। তবুও মাঝে মাঝে যেনো হোচট খেতে হয় ক্যাব বুকিংয়ের সময়। কারণ কিছু কিছু সময় বুকিংয়ের চাপ থাকে মারাত্মক। 

জীবনের চলার পথকে আরও মসৃন করতে এবং নির্দিষ্ট গন্তব্যে ঠিক সময়ে পৌঁছাতে সংস্থাটি খুব শিগগিরই আনছে নতুন একটি সুবিধা। এ ফলে গ্রাহকরা ৩ মাস মানে ৯০ দিন আগে থেকেই নির্দিষ্ট তারিখ আর সময়ের জন্য ক্যাব বুক করতে পারবেন। নতুন এ ফিচারটির নাম ‘উবার রিজার্ভ’।

এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে উবার কর্তৃপক্ষ। ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিনের বরাতে জানা যায়, প্রায় সময়ই বুকিংয়ের চাপ মারাত্মক থাকে উবারের। তখন সবদিক সামলাতে উবার কর্তৃপক্ষের যেমন সমস্যা হয়, তেমনি কিছু সময়ের ভোগান্তিতে পড়েন যাত্রীরাও। এ সমস্যা সমাধানের জন্যই নতুন এ ফিচার চালু করছে উবার।