সুপ্রিম কোর্ট বার নির্বাচনের ভোটগ্রহণ বন্ধ

সুপ্রিম কোর্ট বার নির্বাচনের ভোটগ্রহণ বন্ধ

সুপ্রিম কোর্ট বার নির্বাচনের ভোটগ্রহণ বন্ধ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ বন্ধ রয়েছে। বুধবার সকাল ১০টায় আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল ও বিএনপি সমর্থিত নীল প্যানেলের আইনজীবীদের ব্যাপক হট্টগোলে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়। পরে বেলা ১১টা ৪০ মিনিটের দিকে পুলিশ লাঠিচার্জ করে বিএনপি সমর্থক আইনজীবীদের ভোটকেন্দ্র থেকে বের করে দেয় বলে অভিযোগ উঠেছে।

উপ-কমিটির সদস্য এ এস এম মোক্তার কবির খান বলেন, হট্টগোলের কারণে এখনো ভোটগ্রহণ শুরু হয় নাই।তিনি জানান, বেলা ১১টা ৪০ মিনিটের দিকে পুলিশ লাঠিচার্জ করে বিএনপি সমর্থক আইনজীবীদের ভোটকেন্দ্র থেকে বের করে দিয়েছে। এ সময় বিএনপি সমর্থিত নীল প্যানেলের সভাপতি প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে ও পুলিশ মারধর করেছে বলে তিনি অভিযোগ করেন।