টি-২০ সিরিজের সেরা যারা

টি-২০ সিরিজের সেরা যারা

ফাইল ছবি

প্রথমবারের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টি-২০ বাংলা ওয়াশ করেছে তারণ্য নির্ভর বাংলাদেশ টি-২০ দল। এর আগে বাংলাদেশ কখনো ইংল্যান্ডের সাথে কোন সিরিজ জিতেনি।  তবে যে ফরমেটটা বাংলাদেশ সব থেকে শক্তিশালী সেই ওয়ানডে সিরিজ ইংল্যান্ডের কাছে হারলেও টি-২০ সিরিজে ঠিকিই ধবলধোলাই করেছে সাকিববাহীনি।

ঐতিহাসিক এই সিরিজ জয়ে ব্যাট হাতে বড় ভূমিকা রেখেছেন নাজমুল হোসেন শান্ত। সিরিজের সেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন তিনি। তবে ব্যাট এবং বলের সেরা ৫জনের মধ্যে বাংলাদেশের অধিপত্য বেশী।

সেরা পাঁচ রান সংগ্রাহকের তালিকা :
নাজমুল হোসেন শান্ত : ১৪৪ রান।
জশ বাটলার : ১১১ রান।
লিটন দাস : ৯৪ রান।
ফিলিপ সল্ট : ৬৩ রান।
ডেভিড মালান : ৬২ রান।

তবে বোলারদের সেরা পাঁচে আধিপত্য বাংলাদেশের। সেরা পাঁচ বোলারের চারজনই টাইগারদের। তবে অবাক করা বিষয় হলো- সর্বোচ্চ উইকেট শিকারী মেহেদী হাসান মিরাজ ছাড়া পরের চারজনই পেসার। যাদের মাঝে আবার তিনজনই বাংলাদেশের। বিষয়টা বাংলাদেশ ক্রিকেটের জন্যে আনন্দের।

সিরিজের সেরা পাঁচ বোলার :
মেহেদী মিরাজ : ৪ উইকেট।
তাসকিন আহমেদ : ৪ উইকেট।
জফরা আর্চার : ৪ উইকেট।
হাসান মাহমুদ : ৩ উইকেট।
মোস্তাফিজুর রহমান : ৩ উইকেট।