ঝড় তুলতে গিয়ে দশ ওভারেই পড়লো সাত উইকেট

ঝড় তুলতে গিয়ে দশ ওভারেই পড়লো সাত উইকেট

সংগৃহীত

ইংল্যান্ডের পর আয়ারল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচে দারুণ খেলেছে বাংলাদেশ। শুক্রবার শেষ টি-২০ ম্যাচে ওই ধারায় ঝড়ো খেললে গিয়ে ব্যর্থ হয়েছেন টপ ও মিডল অর্ডারের ব্যাটাররা।  

বাংলাদেশ ১১ ওভারে ৭ উইকেট হারিয়ে ৬৮ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা শামীম পাটোয়ারি ১৩ রান করেছেন। তার সঙ্গী নাসুম আহমেদ। 

এর আগে রনি তালুকদার ১৪ রানে ফিরেছেন। লিটন ৫ ও শান্ত ৪ করে আউট হয়েছেন। সাকিব ক্যাচ দিয়েছেন ৬ রান করে। তাওহীদ হৃদয় ১২ রান করে আউট হয়েছেন। রিশাদ হোসেন ৮ ও তাসকিন শূন্য করে ফিরেছেন। 

আইরিশদের হোয়াইটওয়াশের লক্ষ্যে সাকিব টস জিতে ব্যাটিং নিয়েছেন। লেগ স্পিনার রিশাদ হোসেনের অভিষেক হয়েছে। বিশ্রাম দেওয়া হয়েছে মেহেদি মিরাজকে। এছাড়া মুস্তাফিজুর রহমানের জায়গায় খেলছেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। আয়ারল্যান্ড একাদশে এক পরিবর্তন এনেছে। 

বাংলাদেশ একাদশ: লিটন দাস, রনি তালুকদার, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, শামীম পাটোয়ারি, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন।

আয়ারল্যান্ড একাদশ: পল র্স্টালিং (অধিনায়ক), রস এডায়ার, লরকান টাকার, হ্যারি টেক্টর, কার্টুস ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্যারেথ ডিলানি, মার্ক এডায়ার, ফিওন হ্যান্ড, ম্যাথু হ্যামফ্রেন, বেন হোয়াইট।