সাত মিনিটে বেনজেমার হ্যাটট্রিক, রিয়াল জিতল ৬-০ গোলে!

সাত মিনিটে বেনজেমার হ্যাটট্রিক, রিয়াল জিতল ৬-০ গোলে!

সংগৃহীত

মাত্র সাত মিনিটে তিন গোল মানে হ্যাটট্রিক করলেন রিয়াল মাদ্রিদের করিম বেনজেমা। আর আধা ঘণ্টার খানিকটা বেশি সময়ে চার গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিল মাদ্রিদ জায়ান্টরা।

ঘরের মাঠে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষে ভায়াদলিদকে দাঁড়াতেই দিলেন না বেনজেমারা। 

বিরতির পরও ভায়াদলিদের জালে আরও দুই গোল দিল রিয়াল। এই জয় দিয়ে লা লিগার টেবিল টপার বার্সেলোনার সাথে ব্যবধান কমাল মাদ্রিদ জায়ান্টরা।

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল জিতেছে ৬-০ গোলে। রিয়ালের হয়ে বাকি তিনটি গোল করেছেন রদ্রিগো, মার্কো আসেনসিও ও লুকাস ভাসকেস।

আগের দিন এলচেকে হারিয়ে ১৫ পয়েন্টে এগিয়ে যায় বার্সেলোনা। ব্যবধান আবার ১২ পয়েন্টে নামিয়ে আনল রিয়াল।

২৭ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে কাতালান ক্লাবটি। সমান ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ