‘জার্মানি থেকে মার্কিন সেনাদের চলে যাওয়া উচিত’

‘জার্মানি থেকে মার্কিন সেনাদের চলে যাওয়া উচিত’

সংগৃহীত

জার্মানির বামদলের উপপ্রধান ও প্রভাবশালী এমপি সেভিম দাগদেলেন বলেছেন, আমেরিকার সাথে চরম পরাধীনতামূলক সম্পর্ক বার্লিনকে বিচ্ছিন্ন করতে হবে। পাশাপাশি জার্মানকে অবশ্যই দাবি করতে হবে যে, পরমাণু অস্ত্রসহ মার্কিন সেনাদের ফেরত নিতে হবে।

সেভিম দাগদেলেন বলেন, ৭৮ বছর পর এখন মার্কিন সেনাদের দেশে ফিরে যাওয়ার সময় হয়েছে। তিনি বলেন, জার্মানির মার্কিন সামরিক ঘাঁটি এলাকাকে দেশের বাইরের কোনো ভূখণ্ড মনে হয়, কারণ সেখানে জার্মানির সংবিধান কার্যকর নয়। জার্মানির এই এমপি দেশটির পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক সংসদীয় কমিটির সদস্য।

উল্লেখ্য, জার্মানিতে আমেরিকার বেশ কয়েকটি সামরিক ঘাঁটি রয়েছে এবং এসব ঘাঁটি বিভিন্ন দেশে যুদ্ধ পরিচালনার কাজে আমেরিকা ব্যবহার করে থাকে। এছাড়া, এইসব ঘাঁটি ব্যবহার করে মার্কিন সেনারা ড্রোনের সাহায্যে প্রাণঘাতী হামলা চালিয়ে থাকে। সূত্র : পার্সটুডে।